Short title
Avatar
History19 days ago
Where people will come

Where people will come

Avatar

19 days ago

সৃষ্টির ১ম হলো ফেরেশতা। আল্লাহ তাআলাপ্রথমে ফেরেশতা সৃষ্টি করেছেন । ফেরেশতারা সব সময় আল্লাহর ইবাদতে নিমঞ্জিত থাকতেন ।তাদের যা আদেশ করতো তাই করতো।  আল্লাহপাক এর কথা ছাড়া কোন কিছু করতো না। এর পর সৃষ্টি করেন জীন তাদের সৃষ্টি করলেন আগুন দিয়ে। তাদের মধ্যে নিজে থেকে চিন্তা ভাবনা করার শক্তি প্রদান করলেন। তারা পৃথিবীতে বসবাস করতে লাগলো। এবং ঝগড়াবিবাদ  মারা মারি করতে লাগলো। তাদের মধ্যে একটা জীন আল্লাহর ইবাদতে নিমঞ্জিত থাকতেন সারাক্ষণ আল্লাহকে ডাকতো। তাই তার প্রতি খুশি হয়ে তাকে ফেরেশতা দের সরদার বানিয়ে দেয়া হলো। আবার আল্লাহ মানব জাতি সৃষ্টি করতে চাইলেন। তখন ফেরেশতারা সুধু তাদের মনের কথা বল্লেন যে জীন জাতি পৃথিবীতে কত না ঝগরা বিবাদ করলো। আল্লাহ বল্লেন। আমি যা জানি তোমরা জানো না। এর পর মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। এবং তাদের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা করার জন্য জ্ঞান দিলেন।  প্রথমে আদম আ কে সৃষ্টি করলেন  এবং ফেরেশতা দের সেজদা দেয়ার কথা বল্লে তারা সেজদা করে কিন্তু জীন সে সেজদা করল না। জীন কে বল্লো সেজদা করো। কিন্তু জীন উত্তরে বল্লো। আমি আগুনের তৈরি আমি মাটির তৈরি কে কিভাবে সেজদা করবো। তখন আল্লাহ বল্লো। মাটি দিয়ে তৈরি কিন্তু সে জা জানে তুমি তা  কিছুই জানো না। এর পর আদম আ কে আল্লাহ জিজ্ঞাসা করলেন। এবং তা উত্তর দিলো। কিন্তু জীন কে জিজ্ঞাসা করাই তার উত্তর দিতে পারল না। এর পর জীন কে বল্লো তুমি বের হয়ে যাও। জীন বের হয়ে জাওয়ার আগে আল্লাহ এর কাছে চতুরতার  সাথে  কিছু জিনিস চাইলো।এবং আল্লাহ তা তাকে প্রদান করল।
Teachings
Practices
History
Avatar
History

19 days ago

Where people will come

Morality
Lifestyle
Issues
Spirituality
Women
Education
Culture


Quranic-Verses Hadiths Fiqh Aqeedah Salah Zakat Sawm Hajj Prophet-Muhammad-s-Life Caliphat-s-and-Islamic-Empires Important-Historical-Events Adab Akhlaq Islamic-Values Halal-Lifestyle Islamic-Finance Family-and-Relationships Islam and Modernity Islamophobia Interfai-h Dialogue Sufism Islamic-Mysticism Dhikr Women-s-Roles-in-Islamic-Society Women-s-Rights-in-Islam Famous-Muslim-Women Islamic-Education Youth-Issues Youth-Leadership Islamic-Calligraphy Islamic-Architecture Islamic-Literature