530
Country movement in Bangladesh
ইসলামে চার খলিফার মধ্যে একজন ছিল উসমান রাঃ সব সময় মানুষের পাশে দাড়াতেন।
নেতা হবে সেই যে সাধারন মানুষের পাশে থাকবে,
যদি আমি ভুল হয় আমার সাথে অনেক জন থাকে, এবং অন্য দিকে একজন ভালো সেখানে ভালো লোকের কথাইয় গ্রহন হনে এমন নেতা দরকার। কিন্তু এখন আমাদের কি হলো।
আমরা দেশ কে ভারতের কাছে বিক্রি করে দিতেছি। ভারত থেকে আমদানি করা হচ্ছে পুলিশ, র্যাব বিজিবি।
আমাদের দেশের সাধারন জন গনকে চাকরি না দিয়ে বাইরের দেশের লোকদের কেন দিবে।
আমাদের দেশের মাঝ বরাবর ভারত তার ট্রেন চালু করবে। তখন অল্প অল্প করে তারা বলবে আমাদের উপর ইট পাটকেলের হামলা হয় আমাদের পুলিশ সেখানে গিয়ে পাহারা দিবে তাই সেই জাইগা আমাদের দিয়ে দিন। এর পর দুই ভাগে ভাগ হয়ে যাবে। এর পর ছোট হবে আর আমাদের দেশ তখন ভারতের দখলে চলে যাবে।
আমাদের এখনি রুখে দাড়াতে হবে। আমরা চাই আর্মির হাতে ক্ষমতা যাক।
Successfully copied, share link anywhere.